Jai bangla pension Scheme 2020 ,joy bangla 2020 from download.

jai bangla pension,jai bangla gov,jai bangla scheme,jai bangla prakalpa,toposili Bandhu Scheme,Jai bangla Prokolpo,Joy bangla Prokolpo,

Jai bangla pension Scheme 2020 ,joy bangla 2020 from download.



   ২০২০ বাজেটে পশ্চিমবঙ্গের মানুষদের জন্য ও অনেক Scheme লঞ্চ হোয়েছে জার মধ্যে Joi Bangla 2020 ,Joi jowhar 2020 হলো অন্যতম।

What is Jai bangla Scheme of 2020

 West Bengal finance minister has Launched many Big Scheme In 2020 For Helping West Bengal's people."Taposili Bandhu" or "jai Zahar" Scheme is one of them. 

    অর্থাৎ ২০২০ এর বাজেটে আমাদের পশ্চিমবঙ্গ ফাইন্যান্স মিনিস্টার দ্বারা পেশ কৃত বড়ো বড়ো প্রকল্পের মধ্যে জই বাংলা ,জই যাহার প্রকল্প হলো তাদের মধ্যে দুটি বড়ো প্রকল্প। 

   পশচিমবঙ্গে সরকার অনেক দিন আগে থেকেই বিভিন্ন রকম ভাতা প্রদান করে আসছেন যেগুলি "Jai Bangla" প্রকল্পের অন্তর্গত।

   যেমন- বিধবা পেনশন , বার্ধক্য পেনশন, বৃদ্ধ কৃশক পেনশন ইত্যাদি কিন্তু ২০২০-২০২১ বাজেটে আরো দুটি প্রকল্প চালু করেন সে দুটি হলো - তপসিলি বন্ধু (Toposili Bondhu), এবং জই যাহার (Jai যাহার) ।

করা এই প্রকল্পের জন্য Apply করতে পারবে?

তফসিলি জাতি ও তফসিলি উপুজাতির ৬০ বছরের ঊর্ধ্বে বয়স্কো মানুষেরা এই প্রকল্পের জন্য Apply করতে পারবেন।

      (১) Taposili Bandhu Prokolpo / তফসিলি জাতির জন্য ।(for SC)

তফসিলি জাতির সমস্ত বয়স্ক মানুষের কল্যাণের জন্য পশ্চিমবঙ্গ সরকার "Taposili Bandhu" নামে এই প্রকল্প চালু করেছেন। যাতে প্রত্যেক ৬০ বছর বা তার বেশি বয়োসের বৃদ্ধ মানুষদেরকে যারা এখন পর্যন্ত কোনো ভাতা বা পেনশন পাইনা তাদের মাসে ১০০০ করে ভাতা হিসেবে দেবার জন্য ঘোষণা করা হয়েছে|
     

     (২)Jai Zahar / তফসিলি উপজাতিদের জন্যে (For ST)

"Jai Zahar" এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত নিচু জাতি অর্থাৎ আদিবাসী শ্রেণীর মানুষদের ও সরকার সাহায্য করার হাত বাড়িয়ে দিলেন । অর্থাৎ তফসিলি উপজাতির সমস্ত বৃদ্ধদের যারা ৬০ বছর বা তার ঊর্ধ্ব বয়শের তাদেরকেও সরকার মাসে ১০০০ করে ভাতা দেওয়ার জন্য ঘোষণা করেছেন। 

কবে থেকে শুরু হবে এই প্রকল্প 

১ লা এপ্রিল ২০২০ থেকে এই প্রকল্প চালু হবে । এবং অনলাইন ও অফলাইন যেকোনো মাধ্যমে Apply করতে পারবেন।

jai bangla online application Process

Jai Bangla এর অন্তরগত "Toposili Bandhu" বা " Jai Zahar" প্রকল্প অনলাইনে আবেদনের জন্য আপনাকে Jai banglar Offisial Website এ ভিজিট করতে হবে http://jaibangla.wb.gov.in

jai bangla offline application Process

Jai Bangla এর অন্তরগত "Toposili Bandhu" বা " Jai Zahar" প্রকল্প Offline আবেদনের জন্য ফ্রম ডাউনলোড করুন -


Document required for Jai bangla "Topsoili Bandhu" or "Jai zahar"

  • আবেদন কারিকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  •  আবেদন করিকে অবশ্য ০১/০১/২০২০ অনুযায়ী 60 বছর বয়সের হতে হবে । 
  •  আবেদনকারী যেন এর আগে কোনো সরকারি ভাতা না পেয়ে থাকে। 
No. Documnt
1. Passport size Photo
2. Copy of Cast certificet
3. Adhar Cad Copy
4. Retion card Copy
5. Voter Card Copy
6. Resident certificet
7. Income certificate
8. Bank passbook
9. Digital Certificet from the appropriate authority

ফ্রম কোথাই সাবমিট করতে হবে?

Jai bangla From ফিলাপ করে আপনার গ্রামের (গ্রাম্য এলাকার জন্য) BDO কাছে জমা করতে হবে। (City এলাকার জন্য ) নিকটবর্তী SDO অফিসে জমা করতে হবে। আর কলকাতার মানুষদের জন্য কলকাতা মিউনিসিপ্যাল করপোরেশনে (KMC ) তে জমা করতে হবে।  


jai bangla pension,jai bangla gov,jai bangla scheme,jai bangla prakalpa,toposili Bandhu Scheme,Jai bangla Prokolpo,Joy bangla Prokolpo 2020,Bekar vata2020

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ