পশ্চিমবঙ্গ গ্রামীণ ডাক সেবক - এ ২০২১ কর্মি নিয়োগ ||gramin dak sevak Job Vacancy of 2020

পশ্চিমবঙ্গ গ্রামীণ ডাক সেবক - এ ২০২১ কর্মি নিয়োগ |

gramin dak sevak,gramin dak sevak job role, gramin dak sevak merit list,gramin dak sevak previous year question paper download,gramin dak sevak pension,gramin dak sevak work,

পশ্চিমবঙ্গ গ্রামীণ ডাক সেবক - অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট GDS (গ্রামীণ ডাক সেবক)- এর তিনটি বিভাগে আবারো কর্মি নিয়োগের বার্তা জারি হল ,এতে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার সর্ব নিম্ন মাধ্যমিক পাস ছেলে মেয়েরা ও আবেদন করতে পারবে 18/02/2020- 18/03/2020 এই সময়ের মধ্যে।

বয়স 

পশ্চমবঙ্গ গ্রামীণ ডাক সেবকে মোট 3 টি পদে নিয়োগ শুরু হয়েছে প্রত্যেক পদের জন্যে আলাদা আলাদা ভাবে বয়সের ছাড় দেওয়া হোয়েছ। জিডিএস পদগুলিতে নিযুক্ত হওয়ার জন্যে সর্বনিম্ন এবং সর্বাধিক বয়স হতে হবে ১৮ বছর থেকে 40 বছরের মধ্যে এবং যথাক্রমে 18.02.2020 অনুসারে 40 বছর শূন্যপদের বিজ্ঞপ্তির তারিখ।

ক্যাটাগরী অনুযায়ী বয়সের তালিকা


  1.  শিডিউল কাস্ট / তফসিলী উপজাতি (এসসি / এসটি) 5 বছর অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) ৩ বছর |
  1. অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগগুলি (ইডাব্লুএস) কোনও ছাড় নেই *
  1. প্রতিবন্ধী ব্যক্তি (পিডব্লিউডি) ১০ বছর *
  1. প্রতিবন্ধী ব্যক্তি (পিডব্লিউডি) + ওবিসি ১৩ বছর*
  1. প্রতিবন্ধী ব্যক্তি (পিডব্লিউডি) + এসসি / এসটি ১৫ বছর * 


কোন ক্যাটাগরীর কতজন কর্মী নিওয়া হবে?

gramin dak sevak,gramin dak sevak job role, gramin dak sevak merit list,gramin dak sevak previous year question paper download,gramin dak sevak pension,gramin dak sevak work,sarkari result,resultcom,sarkari exams,

কোন পদে কত টাকা মাইনে ?

  1. B.P.S (বিপিএম) পদের মাইনে সর্বনিম্ন Rs.12,000 / - থেকে নিয়ে সর্বোচ্চ Rs.14,500 / - টাকা পর্যন্ত।                     
  2. A.B.P.M (এবিপিএম) / DAK SEVAK (ডাক সেবক) পদের মাইনে সর্বনিম্ন Rs 10,000 / -থেকে নিয়ে সর্বোচ্চ Rs 12,000 / টাকা পর্যন্ত।              

শিক্ষাগত যোগ্যতা

সরকার কর্তৃক স্বীকৃত কোনও স্কুল বোর্ড কর্তৃক পরিচালিত (i) মাধ্যমিক স্কুল পরীক্ষায় উত্তীর্ণ নম্বর সহ দশম শ্রেণির পাসের শংসাপত্র গণিত এবং ইংরেজিতে (বাধ্যতামূলক বা বৈকল্পিক বিষয় হিসাবে পড়াশোনা করা) 

 (ii)স্থানীয় ভাষার বাধ্যতামূলক জ্ঞান প্রার্থীর কমপক্ষে দশম শ্রেণি পর্যন্ত স্থানীয় ভাষা অধ্যয়ন করা জরুরি। 
  • যেমন - পশ্চিমবঙ্গ (অন্যান্য ব্যতীত) দার্জিলিং ডাক বিভাগ) বাংলা|
  •  দার্জিলিং ডাক বিভাগ (জিটিএ * অঞ্চল ব্যতীত) নেপালি / বাংলা |
  • জিটিএ * অঞ্চলের অধীনে পোস্ট অফিসসমূহ (গোর্খা টেরিটোরিয়াল প্রশাসন) নেপালি |
  • আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হিন্দি / ইংরেজি |
  • সিকিম নেপালি / ইংরেজি।

 (iii)বেসিক কম্পিউটার প্রশিক্ষণ:- কেন্দ্র সরকার বা রাজ্য সরকার অনুমোদিত যে কোনো ইনস্টিটিউট অথবা যে কোনো প্রাইভেট ইনস্টিটিউট থেকে কম পক্ষে 60 দিনের প্রশিক্ষণের শংসাপত্র লাগবে। 
       *এ ছাড়া ও সাইকেল চালাতে জানা বাধ্যতামূলক।

কীভাবে আবেদন করবেন:-

অনলাইনে আবেদনের জন্য সর্ব প্রথম আপনাকে India post এর অফিসিয়াল ওয়েবসাইট এ ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট লিংক ।https://indiapost.gov.in or http://appost.in/gdsonline অফিসিয়াল ওয়েবসাইট এ প্রবেশ করার পর আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট এ রেজিস্ট্রেশন করতে হবে যা নিচে দেওয়া হলো- 
 i) নাম (দশম শ্রেণীর শংসাপত্র অনুসারে মূল অক্ষরে স্থান সহ মেমো চিহ্নিত করে) 
 ii) পিতার নাম
 iii) মোবাইল নম্বর (একটি নিবন্ধের জন্য অনন্য)
 iv) জন্ম তারিখ
 v) লিঙ্গ
 vi) সম্প্রদায়
 vii) পিএইচ - প্রতিবন্ধিতার ধরণ - (এইচএইচ / ওএইচ / ভিএইচ) - প্রতিবন্ধিতার শতাংশ
 viii) দশম শ্রেণিতে উত্তীর্ণ প্রমাণ
 ix) যে বোর্ডে দশম শ্রেণি পাস করেছে
 x) দশম শ্রেণি পাসের বছর xi) দশম শ্রেণির শংসাপত্র নম্বর / রোল নম্বর (ঐচ্ছিক)

যে সব ডকুমেন্ট লাগবে ?


ফ্রম ফিলাপের জন্য কত টাকা fees লাগবে? 

OC/OBC/EWS ক্যাটাগরির পুরুষ ক্যান্ডিডেট দেরকে ১০০ টাকা করে ফ্রম ফিলাপ ফি হিসেবে পেমেন্ট করতে হবে ।ফি জমা করার জন্য যে কোনো হেড পোস্ট অফিস এ গিয়ে জমা করতে পারেন যে সমস্ত পোস্ট অফিসের নাম এই সাইটে উপলব্ধ আছে http://appost.in/gdsonline অথবা সরাসরি অনলাইনের মাধ্যমে পেইমেন্ট করতে পারেন নেট ব্যাংকিং অথবা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এর মাধ্যমে ,পেইমেন্ট লিংক অফিসিয়াল ওয়েবসাইট এর হোম পেজে দেওয়া আছে। তবে সকল মহিলা প্রার্থী এবং পিডব্লিউডি প্রার্থীদের জন্য ফি প্রদানের ছাড় রয়েছে।


sardar result,gramin dak sevak,gramin dak sevak job role, gramin dak sevak merit list,gramin dak sevak previous year question paper download,gramin dak sevak pension,gramin dak sevak work,sarkari ,resultcom,sarkari exams,

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ